Site icon janatar kalam

CBSE গাইডলাইন অনুযায়ী ককবরক ভাষা রাজ্যের স্বীকৃতি প্রাপ্ত দ্বিতীয় সরকারি ভাষা : অনিমেষ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষা দেওয়া হলে ওই সেন্টারের ভেনু সুপারভাইজারদের বিরুদ্ধে এফআইআর করার পর্ষদ সভাপতির নির্দেশকে ঘিরে দেখা দেওয়া বিতর্ককে কেন্দ্র করে পর্ষদ সভাপতিকে তির্যক ভাষায় আক্রমণ করলেন।

 

এদিন সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দলনেতা বলেন সিবিএসসির গাইডলাইন অনুযায়ী ককবরক হল ত্রিপুরা রাজ্যের স্বীকৃতি প্রাপ্ত দ্বিতীয় সরকারি ভাষা এবং টিবিএসসিতে এই বিষয়কে নিয়ে লেখাপড়া করা হয় এবং কোনো ধারা অনুযায়ী সেন্টারের ভেনু সুপারভাইজারদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির উদ্দেশ্যে প্রশ্নও রাখেন তিনি।

 

 

Exit mobile version