Site icon janatar kalam

CAA-এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার নামে ষড়যন্ত্র চলছে দেশে : আমরা বাঙালি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৫৫ সালের আইনকে বাদ দিয়ে কেন নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রয়োজন দেখা দিল?শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুললেন আমরা বাঙালী দলের রাজ্য নেতৃত্ব। এদিন আগরতলা দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। তারা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। আমরা বাঙালী দল এনআরসি ও সিএএ-র বাস্তবায়নের বিরোধী।

তারা চাইছেন প্রচলিত ১৯৫৫ সালের আইনে যাতে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়। সেটা জন্ম, বৈবাহিক সূত্রে, উত্তরাধিকার এবং বসবাসের সূত্রে যাতে এদেশের নাগরিকত্ব দেওয়ার। তারা সি এ এর বিরোধী করে বলেন, এর মাধ্যমে ভোটের রাজনীতি চলছে। সি এ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার নামে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন আমরা বাঙালী নেতৃত্ব। তাদের অভিযোগ বর্তমান কেন্দ্রীয় সরকার চাইছে এ দেশের হিন্দু বাঙালিদের বিদেশী চিহ্নিত করে দেশ ছাড়া করতে।

 

 

Exit mobile version