July 27, 2024
agartala,tripura
রাজ্য

বাজারে জিনিসপত্রের সঙ্গে মূর্তির দামও আকাশ ছোঁয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধ্যের মধ্যে বাক দেবীর স্বরসতী পূজার আয়োজন চলছে ঘরে ঘরে। তবে অনেকের কাছেই মূর্তির দাম আকাশছোঁয়া মনে হচ্ছে। তারপরেও সাধ্য অনুযায়ী সাধারণ মানুষ পুজোর আয়োজন করছে। বাজারে দাম থাকলেও পূজোর আয়োজনে নেই কোন ঘাটতি। মূর্তি নিয়ে এ বছর বাজারে প্রথম এসেছেন দেবজ্যোতি সরকার। যুবক দেবজ্যোতি চল্লিশটা মূর্তি বানিয়েছে এবছর। তবে মূর্তিতে নিপুন কারুকার্য থাকার ফলে বাজারে দেবজ্যোতির মূর্তির চাহিদা অনেক বেশি।

প্রথমবার বাজারে এসেই ধারণা করছে তার প্রায় সমস্ত মূর্তি বিক্রি হয়ে যাবে। দেবজ্যোতির ভাষায় বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকার ফলে মূর্তি সাজাতে গিয়ে খরচা অনেক পড়ে গেছে। যার ফলে তারাও একটু বেশি দামে মূর্তি বিক্রি করতে হচ্ছে।এবছর মেলাঘর থেকে মূর্তি নিয়ে এসেছে শুভঙ্কর রুদ্রপাল। শুভঙ্করের অভিজ্ঞতা বাজারে এবছর মূর্তির দাম একটু বেশি বলেই মানুষ বলছে।

তবে শুভঙ্করের ভাষায় জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূর্তির দাম রাখা হয়েছে। প্রসঙ্গত আগরতলার বাজারে সবচেয়ে বেশি মূর্তি আছে মেলাগড় থেকে। মেলাঘরের মূর্তি বরাবরই দামে একটু কম থাকে। যার ফলে সাধারণ মানুষের চাহিদাও থাকে এই অঞ্চলের মূর্তির দিকে। সব মিলিয়ে সোমবার বিকেল থেকেই জমে উঠেছে মূর্তির বাজার। সকালের দিকে বিক্রি বাট্টা কম থাকলেও বিকেলের দিকে হাসি ফুটতে শুরু করেছে ছোট বড় ব্যবসায়ীদের মুখে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service