Site icon janatar kalam

AI-জেনারেটেড ডিপফেক ভিডিওর বিরুদ্ধে এফআইআর দায়ের অভিনেতা রণবীর সিং এর 

জনতার কলম ওয়েবডেস্ক :- অভিনেতা রণবীর সিং একটি এআই-জেনারেটেড ডিপফেক ভিডিওর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ডিপফেক ভিডিওতে, রণবীরকে একটি রাজনৈতিক দলকে সমর্থন করতে দেখা গেছে। এই ভিডিওটি রণবীরের সাম্প্রতিক বারাণসী সফরের যেখানে তিনি শহর সম্পর্কিত তার অভিজ্ঞতাগুলি ভাগ করে নিচ্ছেন।

ডিপফেক ভিডিওতে, রণবীরকে বলতে দেখা গেছে, ‘মোদীজির লক্ষ্য আমাদের দুঃখজনক জীবন উদযাপন করা। আমাদের যন্ত্রণা, আমাদের বেকারত্ব এবং আমাদের মুদ্রাস্ফীতি। কারণ আমরা, ভারত, এখন এত গতিতে অন্যায়ের যুগের দিকে এগোচ্ছি, কিন্তু আমাদের উন্নয়ন ও ন্যায়বিচার দাবি করতে ভুলে গেলে চলবে না। তাই চিন্তা করে ভোট দিন।

এই ব্যাপারে রণবীরের সরকারি মুখপাত্র নিশ্চিত করেছেন যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।একটি বিবৃতি জারি করে মুখপাত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছি এবং রণবীর সিংয়ের এআই-জেনারেটেড ডিপফেক ভিডিওর প্রচারকারী হ্যান্ডেলের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।’

Exit mobile version