জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইক এবং স্কুটির সংঘর্ষে ভয়াবহ পথ দুর্বটনায় আহত ২। ঘটনা রাস্তার মাথার লেম্বুছড়া এলাকায়, স্কুটি ও বাইক ধুমড়ে মুড়ছে যায়। গুরুতর আহত মহিলাকে জিবিপি রেফার করা হয়েছে। তবে মধুপুর থানা কিংবা বিশালগড় থানা, কোন থানার পুলিশ সেখানে যায়নি। বাইক এবং স্কুটির সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ২। ঘটনা রাস্তার মাথার লেম্বুছড়া এলাকায়, স্কুটি ও বাইক ধুমড়ে মুড়ছে যায়।
গুরুতর আহত মহিলাকে জিবিপি রেফার করা হয়েছে। তবে মধুপুর থানা কিংবা বিশালগড় থানা, কোন থানার পুলিশ সেখানে যায়নি। ভয়াবহ পথ দুর্ঘটনা এক মহিলা এবং এক যুবক আহত। বাইক এবং স্কুটি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা। অন্যদিকে বাইক এবং স্কুটি ধুমড়ে মুড়ছে যাই। পথচারীরা আহত মহিলা সহ যুবককে ওএনজিসি গাড়ি করে মধুপুর হাসপাতালে নিয়ে আসে।
মহিলার অবস্থা গুরুতর হওয়ায় জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনা মধুপুর লেম্বুতুলি এলাকায়। রাস্তার মাথা থেকে ঠিকাদার অজয় দেবনাথ একটি স্কুটি চেপে মধুপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। আচমকা মধুপুরের দিক থেকে একটি বাইক নিয়ে ঈশান দাস নামে এক যুবকতার বৌদিকে নিয়ে নেহাল চন্দ্রনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। লেম্বুতুলী এলাকায় আসতেই কোন সংকেত না দিয়ে ঈশান দাস অতি দ্রুত গতিতে মূল সড়ক থেকে নেহাল চন্দ্রনগরের দিকে যাওয়ার চেষ্টা করে।
আর তখনই বিপত্তি। অপর দিক থেকে আশা অজয় দেবনাথের স্কুটিকে সরাসরি ধাক্কা দেয় এবং উভয়ই ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে ঈশান দাসের বাইকে থাকা তার বৌদি পূর্ণিমা দাস অজ্ঞান হয়ে গড়েন। বিকট শব্দ পেয়ে পথচারীরা এগিয়ে আসে। তারা রক্তাক্ত অবস্থায় ওএনজিসি গাড়ি দিয়ে তাদেরকে মধুপুর হাসপাতালে নিয়ে যায়। এদিকে পথচারীরা জানান বাইকচালক ঈশান দাসের ভুলের জন্য সেই পথ দুর্ঘটনা হয়েছে।
এদিকে এলাকার জনগণের অভিযোগ কমলাসাগর, রাস্তারমাতা মূল সড়কটির কাজ হওয়ার পর সোজা রাস্তা পেয়ে কিছু বাইকচালক এবং গাড়ি চালকরা দিশেহারা হয়ে পড়ছে যার পরিপ্রেক্ষিতে প্রায় সময় পথ দুর্ঘটনা ঘটছে। এদিকে এলাকার জনগণ মধুপুর থানার দৃষ্টি আকর্ষণ করেছেন পুলিশ যদি রাস্তার মধ্যে ভেহিকেল চেকিং এবং টহলদারি দিয়ে থাকত তাহলে কিছুটা হলেও পথ দুর্ঘটনা এড়ানো যেত।
Leave feedback about this