2024-12-19
agartala,tripura
রাজ্য

রাস্তার টাকা সিপিএম নেতাদের পেটে :অভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামফ্রন্টের আমলে রাস্তা তৈরির টাকা গুলি ভাগ-বাটুরা করে পকেট ভর্তি করত সিপিআইএম নেতারা। এরকম বহু প্রমাণ রয়েছে রাজ্যের বিভিন্ন রাস্তায়। উদয়পুরে যে এনবিসিসির প্রধান দায়িত্বে ছিল তার নাম সাগির আহমেদ। বর্তমানে মুম্বাইতে তার ১৩ তলা বাড়ি রয়েছে। আর সে রয়েছে জেলে। উদয়পুর থেকে তইনানী, উদয়পুর কিল্লা রোড , শালগরা থেকে কিশোরগঞ্জ প্রভৃতি রাস্তাগুলির ৩০শতাংশ কাজ না হতেই ৯০ শতাংশ টাকা রিলিজ করে দিয়েছে বামফ্রন্ট সরকার। আর সেই টাকা সিপিআইএম নেতাদের মধ্যে ভাগ বাটোরা হত। যার ফলে কন্ট্রাক্টাররাও কাজ না করিয়ে টাকা হাফিজ করে নিয়ে গিয়েছে। বিধানসভায় সিপিআইএম বিধায়কদের রাস্তার উন্নয়ন হয়নি বলে অভিযোগের মুখ্য জবাব দিয়ে তথ্যগুলি তুলে ধরলেন বিধায়ক অভিষেক দেবরায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service