জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের ফটিকরায়ে আয়োজিত হল চারদিন ব্যাপী মিলন মেলা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সর্বাঙ্গীন বিকাশের অন্যতম শর্ত মহিলাদের আক্ষরিক ক্ষমতায়নl কেন্দ্র ও রাজ্য প্রদত্ত সমস্ত অধিকার সম্পর্কে সম্যক তথ্য আহরণ আবশ্যকl সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে উঠে রাজ্যের প্রত্যেক নাগরিকদের অধিকার সুরক্ষাই আমাদের প্রাধান্যl উন্নয়নের প্রশ্নে অবহেলিত ফটিকরায় এখন বহুমুখী উন্নয়ন কর্মযজ্ঞে অগ্রণীl তাছাড়া এদিন তিনি আরো বলেন মোদীজির দুরদর্শী নেতৃত্বে, সমস্ত মহিলাদের অধিকার ও আত্মমর্যাদা সুনিশ্চিতিকরণের দ্বারা নারী শক্তি উন্মেষ ও সামাজিক অংশীদারিত্বে এসেছে উর্দ্ধগতি l সার্বিক বিকাশের পক্ষে ও ভারতীয় নারীদের ঐক্য মতের নৈতিক সমর্থন স্বরূপ, সদ্য প্রকাশিত বিধানসভার ফলাফলে মোদিময় ভারত l পরিবারবাদ, জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ প্রবনতাকে উপড়ে ফেলে, সমস্ত রাজনৈতিক কারবারিদের বিরুদ্ধে এক সমীচীন জবাব l সুদীর্ঘ সময় পরিচালন ব্যবস্থায় থাকা রাজনৈতিক দল, কৃষকদের ক্ষেপীয়ে রাজনৈতিক ফায়দা আদায়ের ব্যর্থ প্রচেষ্টাকারীরা, পাঞ্জাবের বীর ভূমিতে জনসমর্থন ক্ষুইয়ে তলানিতে ঠেকেছে l
রাজ্য
সর্বাঙ্গীন বিকাশের অন্যতম শর্ত মহিলাদের আক্ষরিক ক্ষমতায়ন- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-03-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this