জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার আগরতলার এনসিসি পিএস এর অধীনেআগরতলার শ্যামলীবাজার কুঞ্জবনস্তিত রাজকুমারী প্রীতি দেবী কমীর স্থানীয় এলাকায় মহারাজা কিরীট বিক্রম কিশোর দেববর্মার৮৭ তম জন্মবার্ষিকী উদযাপন করেন । এই দিনের জন্ম বার্ষিকী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মা, অ্যান্টনি দেববর্মা, রাজেশ্বর দেববর্মা, ,রবীন্দ্র দেববমা সহ অন্যানরা। মহারাজা কিরীট বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ও প্রদীপ প্রজ্বলন করেন তার পুত্র মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, এদিন মহারাজা কিরীট বিক্রম কিশোর মানিকের 87 তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তার পুত্র মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন মহারাজা কিরিট বিক্রম কিশোর দেববমা উদার মানসিকতার লোক ছিলেন উনার যেই উদ্দেশ্য জনগণকে সাহায্য করে সে উদ্দেশ্যে তিনি কাজ করে গিয়েছিলেন বলে জানান তিনি তার পাশাপাশি তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যে স্ব-শাসিত জেলা পরিষদকে গ্রেটার তিপ্রা ল্যান্ড করার দাবি কে পূরন করবেন এবং তিপ্রা মথা সারা রাজ্যে যেভাবে রাজনৈতিক বিস্তার লাভ করছে তার প্রমাণ আম বাসায় নগর নির্বাচনে তিপ্রা মথা জয়ী হয়েছেন এবং তা আগামী দিনে ও প্রভাব ফেলবে সারা রাজ্যে তা ছার তিনি আরো বলেন মহারাজা প্রদ্যোত কিশোর দেববমা যেই ৫ টি কাজ কে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন তার মধ্যে মহিলাদের জন্য বিশেষ ক্ষমতায়নের অগ্রাধিকার দেবেন বলে জানান বাইট এদিন সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় মহারাজা কিরীট বিক্রম কিশোর মানিক্য দেববর্মা ৮৭ তম জন্মবার্ষিকী মহা ধুমধামের সাথে পালন করা হয়।
রাজ্য
যথাযোগ্য মর্যাদায় পালন করা হল মহারাজা কিরীট বিক্রম কিশোর মানিক্য দেববর্মার ৮৭ তম জন্মবার্ষিকী
- by janatar kalam
- 2021-12-13
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this