2024-12-16
agartala,tripura
অপরাধ

পূর্ত কাণ্ডে এবার পুলিশের জালে প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং

এবার পূর্ত দপ্তরের অর্থ নয়ছয় কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং। আজ সকাল ১১ টায় গাজিয়াবাদ ইন্দিরাপুরম এলাকার আই আর এস এপার্টমেন্ট থেকে তাকে আটক করে ইন্দিরাপুরম থানার পুলিশ । তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গাজিয়াবাদের কবিনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয় । আগামী কাল রিমান্ড চেয়ে কবিনগর থানার পক্ষ থেকে গাজিয়াবাদ সি জি এম কোর্টে সোপর্দ করা হবে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service