Site icon janatar kalam

ভারতীয় নৌবহরে যুক্ত হতে চলেছে প্রথম স্বদেশি ডাইভিং সাপোর্ট ক্রাফট ‘ডিএসসি A20’

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় নৌসেনা আগামী ১৬ ডিসেম্বর ২০২৫-এ কোচিতে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তার প্রথম স্বদেশে নকশা ও নির্মিত ডাইভিং সাপোর্ট ক্রাফট (ডিএসসি) ‘ডিএসসি A20’–কে নৌবহরে অন্তর্ভুক্ত করতে চলেছে। দক্ষিণী নৌ কমান্ডের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ, ভাইস অ্যাডমিরাল সমীর সাক্সেনা।

ডিএসসি A20 নৌবহরে যুক্ত হওয়া ভারতীয় নৌসেনার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে নৌসেনার ডাইভিং ও পানির নিচে বিভিন্ন সহায়ক অভিযানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ডিএসসি A20 হল কলকাতা-ভিত্তিক মেসার্স টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (TRSL) নির্মিত পাঁচটি ডাইভিং সাপোর্ট ক্রাফটের প্রথম জাহাজ। উপকূলবর্তী জলে ডাইভিং ও জলের নিচের বিভিন্ন বিশেষায়িত কর্মকাণ্ড পরিচালনার জন্য এটি নির্মিত হয়েছে। উন্নত ও অত্যাধুনিক ডাইভিং সিস্টেমযুক্ত এই জাহাজ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতার সর্বোচ্চ মান রক্ষা করবে।

ক্যাটামারান-ভিত্তিক হুল ডিজাইনের কারণে জাহাজটি উৎকৃষ্ট স্থিতিশীলতা, বড় ডেক এলাকা এবং ভালো সমুদ্রযাত্রার যোগ্যতা প্রদান করে। প্রায় ৩৯০ টনের ডিসপ্লেসমেন্টবিশিষ্ট ডিএসসি A20–কে ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং (IRS)-এর নৌসেনা-সংক্রান্ত নিয়ম মেনে নকশা ও নির্মিত করা হয়েছে। বিশাখাপত্তনমের নৌবিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগার (NSTL)-এ এই জাহাজের ব্যাপক হাইড্রোডায়নামিক বিশ্লেষণ ও মডেল পরীক্ষা সম্পন্ন হয়েছে, যা এর কর্মক্ষমতা, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে।

ডিএসসি A20-এর অন্তর্ভুক্তি ভারতের আত্মনির্ভরতার পথে আরেকটি উজ্জ্বল সাফল্য এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের শক্তিশালী উদাহরণ। এটি ভারতীয় নৌসেনা, দেশীয় জাহাজ নির্মাণ শিল্প এবং জাতীয় গবেষণা সংস্থাগুলির সফল পারস্পরিক সহযোগিতার প্রতীকও বটে।

এই জাহাজ যুক্ত হওয়ায় উপকূলীয় এলাকায় ডাইভিং সহায়তা, পানির নিচে পরিদর্শন, উদ্ধার অভিযান এবং বিভিন্ন অপারেশনাল মোতায়েনের ক্ষেত্রে নৌসেনার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ডিএসসি A20–কে কোচিতেই মোতায়েন করা হবে, যেখানে এটি দক্ষিণী নৌ কমান্ডের অধীনে দায়িত্ব পালন করবে।

Exit mobile version