Site icon janatar kalam

১০,৩২৩ ইস্যুতে সরগরম হয়ে উঠে অধিবেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিভিন্ন ইস্যুতে সরগরম হয়ে উঠে বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধ। এদিন প্রথমার্ধে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ২০২৫-২৬ সালের বাজেট পেশ করেন। দ্বিতীয়ার্ধে প্রশ্নোত্তর পর্ব শেষ হতেই অধিবেশনের চেহারা পাল্টে যায়। ১০,৩২৩ ইস্যুতে সরগরম হয়ে উঠে অধিবেশন। বিরোধীদের বক্তব্যে ট্রেজারি ব্যাঞ্চ রক্ষণাত্মক ভঙ্গিতে জবাব দিতে শুরু করেন। বাম বিধায়ক দীপঙ্কর সেন এক বক্তব্যের প্রতিবাদ জানান মন্ত্রী সুধাংশু দাস।

তাঁর সঙ্গে সুর মেলান বিধায়ক জীতেন্দ্র মজুদার সহ আরো অনেকে। তাঁদের বলতে শোনা যায় বামেদের জন্যই ১০,৩২৩এর এই পরিণতি। স্বচ্ছতা বজায় রেখে চাকরি দেওয়া হয়নি ৩খন। অন্যদিকে রাজ্যের গ্রাম পাহাড়ের চিত্র নিয়ে দীপঙ্কর সেনকে তীর্যক আক্রমণ করেন ট্রেজারি বেঞ্চের বিধায়ক ও মন্ত্রীরা। তা নিয়ে হট্টগোল আরো বাড়তে থাকে। বিরোধীরা চেয়ার ছেড়ে ওয়ালের সামনে এসে বিক্ষোভদেখাতে শুরু করেন।

Exit mobile version