ভগৎ সিং ভারত ও পাকিস্তান দুই দেশেই শহীদের মর্যাদা পান: সোমনাথ
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নওজোয়ান ভারত সভার ১০০ বছর ও বিপ্লবী ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ১৫ তম শহীদ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগ শুক্রবার আগরতলা টাউন হলে এক আলোচনা সভা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ ভট্টাচার্য।
বিপ্লবী ভগৎ সিং এর ভারত, দক্ষিণ পন্থার বিপদ ও বামপন্থার দায়িত্ব নিয়ে আলোচনা করেন। বিপ্লবী ভগৎ সিং এর জীবনী নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরেন। বলেন আমাদের কোন দিকে যেতে হবে কোন রাস্তা পরিহার করতে হবে তা জানার জন্যে ভগৎ সিং কে জানতে হবে। ভগৎ সিং ভারত ও পাকিস্তান দুই দেশেই শহীদের মর্যাদা পান। বিপ্লবীদের চিন্তা চেতনাকে বদলে দেন। তাদের দিক নির্দেশ করেছিলেন ভগৎ সিং।
আমাদের জীবনে এগিয়ে চলার জন্যে সার্চ লাইটার মতো আলো ফেলতে পারে যারা তাদের মধ্যে একজন ভগৎ সিং। অনুষ্ঠানে ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ টি এস এফের নেতৃত্ত উপস্থিত ছিলেন। আগরতলা টাউন হলে আয়োজিত এই আলোচনাচক্র উপস্থিত দর্শক শ্রোতাদের অনেকটাই সমৃদ্ধ করে তোলে। ১৯৩১ সালের ২৩ মার্চ শহীদ হয়েছিলেন ভগৎ সিং।