Site icon janatar kalam

ওষুধের মূল্য নিয়ন্ত্রণ ও ক্রয় ক্ষমতার উপর আলোচনাচক্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটোরিং এন্ড রিসোর্স ইউনিট-এর উদ্যোগে আজ প্রজ্ঞা ভবনের ১নং প্রেক্ষাগৃহে ওষুধের মূল্য নিয়ন্ত্রন ও ক্রয় ক্ষমতার উপর রাজ্যভিত্তিক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। অলোচনাচক্রের উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সঞ্জীব দেববর্মা।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটির অধিকর্তা কুমার আমন ভারতী, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. সৌমিত্র মল্লিক, ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা প্রমুখ। আলোচনাচক্রে ওষুধের গুণগত মান, দাম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটোরিং এন্ড রিসোর্স ইউনিটের সাফল্য সম্বলিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনাচক্রে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীগণও অংশগ্রহন করেন।

Exit mobile version