janatar kalam

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা-বোনেদের অধিকার সুরক্ষিত রাখতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলা স্বশক্তিকরণ কিংবা রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। সেই প্রচেষ্টা কে সাফল্য করার লক্ষ্যে শুক্রবার বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ৩৩ নং ওয়ার্ডের মহিলা স্বশক্তিকরন কমিটি কর্তৃক আয়োজিত “স্বাবলম্বী নারী, সাবলম্বী ত্রিপুরা” নামক এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রদেশ বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব, মার্ক ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, ৩৩ নং ওয়ার্ডের কর্পোরেটর তথা দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন মহিলাদের জন্য ৩২. এ ৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেখান থেকে আমরা 7. 14 কোটি টাকা দিয়ে দিয়েছি, কেননা এটা দেখাতে হবে যে রাজ্যের মা বোনেদের জন্যে রাজ্য সরকার কি করছে, এছাড়া ৩ লক্ষ ৮৭ হাজার এস এইচ জি গ্রুপের যে মহিলারা রয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় কভারেজ রাখা হয়েছে এর মধ্যে আবার ৩ লক্ষ ১৪ হাজার যে মহিলারা জীবন জ্যোতি বীমা যোজনা আওতায় রয়েছেন এরাও সুফল পাবেন এরকম ভাবেই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের সুরক্ষিত রাখার জন্য কাজ করে চলছে রাজ্য সরকার বলে জানান তিনি।

অন্যদিকে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন আমাদের সমাজের মহিলারা লাখপতি হবেন সেটা কোনদিনও কল্পনা করা যায়নি, কিন্তু আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কল্যাণে সেটা বাস্তবায়িত হচ্ছে। এছাড়া স্বাধীনতার পর থেকে নারীদের অধিকার নারীদের আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার স্লোগান শুধু শুনেই আসছি, কিন্তু কোনদিন কোন সরকার সরকারি এজেন্ডাতে নারীদের সুরক্ষা কিংবা সর্বক্ষেত্রে নারীদের অধিকার নিয়ে কোন বিষয় স্থান দেয়নি, তাও একমাত্র দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কল্যাণে সর্বক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ রিজার্ভেশন জারি করে নারীদের অধিকার সুরক্ষিত করেছেন। এদিনের সভায় এলাকার মা বোনেদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version