জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাত্র ৮ মাসের শিশুর শ্বাস নালীর জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেলো জিবি হাসপাতালের ডাক্তাররা। শিশুটির নাম ওজনই চাকমা, বাড়ি নতুনবাজার এলাকায়। গোমতী জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। প্রায় দুই ঘন্টা অস্ত্রোপচারের পর সাফল্য আসে। শিশুটির শ্বাসনালিতে ধাতব কিছু আটকে ছিল।
বৃহস্পতিবার আগরতলা গভর্মেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের এই সাফল্যের কথা জানান। জটিল এই অস্ত্র পাচারের জন্যে নতুন অত্যাধুনিক যন্ত্রও কিনে আনতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সাংবাদিক সম্মেলনে ছিলেন ডাক্তার অনুপ কুমার সাহা, ডাক্তার বিপ্লব নাথ, অভিজিৎ সরকার সহ অন্নান্নরা। এর আগেও অনেক জটিল অস্ত্রোপচারে সাফল্য পেয়েছেন হাসপাতালের ডাক্তাররা।