Site icon janatar kalam

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের টহলদারি জারি থাকার পর ও , নিত্যদিনই রাজ্যের কোন না কোন প্রান্ত থেকে বাংলাদেশী আটকের খবর সামনে আসছে। কারণ মোটা অংকের বিনিময়ে একটা অংশের লোক সাহায্য করছে তাদেরকে ত্রিপুরাকে করিডোর বানিয়ে অন্য রাজ্যে পারি দেওয়ার ক্ষেত্রে।

এর বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ প্রশাসন সফলতা পেলেও কোনভাবেই রুখা সম্ভব হচ্ছে না বাংলাদেশিদের অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ। এরকমই একটি অভিযোগ পেয়ে গতকাল মধ্যরাতে আগরতলা সরকারি রেল পুলিশ বামুটিয়া এবং সিধাই থানা এলাকা থেকে আটক করে ২ মানব পাচারকারী যুবককে !

তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার নাগরিকদের বর্ডার পারাপার করতে সাহায্য করত। আজ তাদেরকে আদালতে তোলা হবে। তার পাশাপাশি দিন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান এ বছরের জানুয়ারি মাসে আগরতলা রেলস্টেশন থেকে অবৈধভাবে ভারতে আসা ৯ জন বাংলাদেশী নাগরিক এবং বর্ডার পারাপার করতে সাহায্যকারী ১৩ জনকে আটক করতে সক্ষম হয়।

তাছাড়া আটকৃত ২ জনকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম বেরিয়ে এসেছে এবং যারা জড়িত রয়েছে তাদেরকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীরা বোর্ডের এলাকাবর্তী রেল স্টেশনগুলোকেই বেশিরভাগ ব্যবহার করছে জানান এবং এ ধরণের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি।

Exit mobile version