জনতার কলম ওয়েবডেস্ক :- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়েকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ কোর্ট। এদিন সাজা ঘোষণার আগেও নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে দাবি করে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি জানায় CBI. আদালতে হাজির ছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা।
উল্লেখ্য,গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেও ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসককে। গত ১৮ জানুয়ারি সেই মামলায় রায় ঘোষণা করে শিয়ালদা আদালত। দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। আজ সেই মামলায় সঞ্জয়ের সাজা ঘোষণা করে শিয়ায়লদা আদালত।