Site icon janatar kalam

নেশা সামগ্রীসহ পুলিশের জালে আটক ৩ নেশা কারবারি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পুলিশ প্রশাসনের চোখে ধুলো দেওয়ার লক্ষে নতুন কায়দায় নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছিলো নেশার কারবারিরা। কিন্তু নেশা কারবারিরা হয়তো ভুলে গিয়েছিলো যে আইনকে ফাঁকি দেওয়া অসম্ভব। অবশেষে সেই আইনের হাতে ধরা খেলো ৩ নেশা কারবারি। 

জানা গিয়েছে অটো নিয়ে যাত্রী সেজে মিঠুন রায় , বিবেক রায় ও রাজীব বিশ্বাস বিগত কয়েকদিন যাবৎ রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের আশেপাশে নেশা সামগ্রী পাচার ও বিক্রয় করার উদ্দেশ্যে ঘুরাফেরা করতে থাকে। সেই খবর গুপন সূত্রের মারফত পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশের কাছে , তারপর পূর্ব আগরতলা ওসি এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাদেরকে কলেজটিলা এলাকা থেকে আটক করা হয় এবং থানায় নিয়ে আসা হয়।

এই ঘটনার বিবরণে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমকে জানান বিগত কয়েকদিন যাবৎ রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের আশেপাশে নেশা সামগ্রী পাচার ও বিক্রয় করার উদ্দেশ্যে ঘুরাফেরা করতে থাকে কাটাশেউলা ও রানিরবাজার এলাকার মিঠুন রায় , বিবেক রায় ও রাজীব বিশ্বাস বৃহস্পতিবার পুলিশ তাদের জালে তুলতে সক্ষম হয়েছে এবং তাদের কাছ নগদ টাকা , মোবাইল ও প্রচুর পরিমান ড্রাগস সহ নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে।

আজ তাদের আদালতে প্রেরণ করা হয় ও তাদেরকে জিজ্ঞাসাবাদে যদি আরো কিছু লোকের নাম বের হয় তাদেরকেও জালে তোলার লক্ষে পুলিশের এই অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

Exit mobile version