জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা যুক্ত নয় নেশা মুক্ত ত্রিপুরার গড়ার ডাক দিলেন পঞ্চায়েত স্তরের ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা।খেলাধুলার প্রতি যুব সমাজ আকৃষ্ট হলে যুব সমাজকে নেশা মুক্ত করা সম্ভব। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে বর্তমান রাজ্য সরকারের নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রাজ্যভিত্তিক পঞ্চায়েত স্তরে খেলাধুলার আয়োজন করেছে রাজ্য সরকার।
বৃহস্পতিবার খোয়াই জেলা শাসকের উদ্যোগে তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই দিনের এই ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা,জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার,, বিশিষ্ট সমাজসেবক বিজন কর , নির্মল দেবনাথসহ পঞ্চায়েত স্তরের আমন্ত্রিত অতিথিরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী আহব্বানে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে যুবক-যুবতীদের খেলাধুলার প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে গোটা রাজ্যজুড়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই পঞ্চায়েতের উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এদিনের এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিনের এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে পঞ্চায়েতের দুইটি দল ক্রিকেট দল অংশগ্রহণ করে।
বর্তমানে যুবক যুবতিরা যেভাবে বিভিন্ন নেশা দ্রব্যের উপর আকৃষ্ট হয়ে দিনের পর দিন ধ্বংসের মুখে পতিত হচ্ছে আর তাতে করে যুবসমাজ ধ্বংসের পথে নিমজ্জিত হচ্ছে। খেলাধুলার প্রতি আকৃষ্ট হলে নেশার করাল গ্রাস থেকে যুব সমাজ রক্ষা করা যাবে। আর তারই জন্য রাজ্যভিত্তিক বিভিন্ন পঞ্চায়েত স্তরে বিভিন্ন ধরনের খেলাধুলার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। নেশা যুক্ত নয় নেশা মুক্ত ত্রিপুরার গড়ার ডাক দিলেন এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে মন্ত্রী বিকাশ দেববর্মা।