জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে ভারতে সরকারকে পদক্ষেপ নেওয়া আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় এমপি প্রিয়াঙ্কা গান্ধী। এদিন লোকসভায় দাঁড়িয়ে সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেন ওয়েনাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানান, যে বীর সেনাদের অনমনীয় সংগ্রাম সেই জয় এনে দিয়েছিল, তাঁদের তিনি প্রণাম জানাচ্ছেন। সেই সময়ে ভারতের যে আমনাগরিক বাংলাদেশকে স্বাধীন করতে দেশের সেনা ও নেতৃত্বের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিল, সেই মহান ভারতবাসীকে তিনি সম্মান জানাচ্ছেন।
তিনি বলেন, “ভারত সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি উত্থাপন করা। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা উচিত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমর্থন করা উচিত।”
তিনি বলেন বাংলাদেশে সংখ্য়ালঘু নিপীড়ন চলছে। লাগাতার আক্রান্ত হচ্ছেন হিন্দু, খ্রিস্টান-সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ। এখানেই প্রিয়াঙ্কা দাবি তোলেন, এবার সময়ে এসেছে – ভারত সরকারের ফের একবার বাংলাদেশ ইস্যুতে পদক্ষেপ করার।
তিনি বলেন, “আমি সেই বীর সৈনিকদের স্যালুট জানাতে চাই যারা একাত্তরে আমাদের জন্য যুদ্ধ করেছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে আমাদের বাঙালি ভাই-বোনদের ওপর যখন পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক অত্যাচার চালাচ্ছিল, তখন বাকি বিশ্ব নিরব দর্শকের ভূমিকায় ছিল। ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন, আমি তাকে স্যালুট করতে চাই। তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সাহস দেখিয়েছেন এবং এমন নেতৃত্ব দেখিয়েছেন যা দেশকে বিজয়ী করেছে।”