Site icon janatar kalam

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়মিত স্টাইপেন্ড থেকে বঞ্চিত সংখ্যালঘু ছাত্রদের ন্যায় বিচারের দাবিতে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকত্তার কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো ভারতের ছাত্র ফেডারেশন। তাদের অভিযোগ দপ্তরের অধীনে বিভিন্ন পেশাদার বিষয়ে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তায় ব্যাপক অনিয়ম হয়েছে বলে।

প্রসঙ্গত দপ্তর থেকে পাওয়া বিজ্ঞাপনে প্রত্যেক ছাত্র ৯০,০০০ টাকা করে দেওয়ায় কথা উল্লেখ ছিল। কিন্তু কিছু ছাত্রদের ৯০,০০০ টাকা এবং অন্যদের ৫০,০০০ টাকা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ছাত্র-ছাত্রীদের। যার ফলে তাদের মধ্যে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এ দিনের কর্মসূচি পৌরহিত্বে রয়েছেন ভারতের ছাত্র ফেডারেশনে সাধারণ সম্পাদক সন্দীপন দেব, এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান স্টাইপেন সংক্রান্ত এই সমস্যা নিয়ে এসএফআই এর ছাত্ররা একাধিকবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছে।

এই সমস্যার সমাধান ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হলেও কোনো ফল হয়নি বলে। যেহেতু বারংবার বলার সত্ত্বেও দপ্তরের কোন হেলদোল কিংবা এই সমস্যার সমাধান নিয়ে কোন প্রকার ইতিবাচক সারা দপ্তরের পক্ষ থেকে দেখা না দেওয়ায় আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। তার পাশাপাশি এই দিন শ্রী দেব আরো জানিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে যদি দপ্তরের পক্ষ থেকে এই সমস্যার সমাধান প্রসঙ্গে কোন প্রকার পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা আদালতের দ্বারস্থ হবেন বলে।

Exit mobile version