Site icon janatar kalam

ভোক্তাদের স্বার্থে সার্বজনীন “ভোক্তা সুরক্ষা আইনটি” সবার মাঝে বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব : খাদ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন ভাবে ভোক্তাদের ঠকানোর অভিযোগ উঠে। তাই ভোক্তাদের সচেতন হওয়া প্রয়োজন। তাই ভোক্তাদের সচেতন করতে প্রায়শই আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয় সরকারি ভাবেও। ফের ভোক্তাদের সচেতন করতে কর্মসূচী।ভোক্তা অধিকার হল যেকোনো পণ্য বা পরিষেবার গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা, মূল্য এবং মান সম্পর্কে ভালভাবে অবহিত হওয়ার অধিকার।
ভোক্তাদের স্বার্থে সার্বজনীন “ভোক্তা সুরক্ষা আইনটি” সবার মাঝে বাস্তবায়ন করা সবার দায়িত্ব। ভোক্তা সচেতনতার উদ্দেশ্য হল ভোক্তাদের তাঁদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করা এবং কীভাবে অভিযোগের ক্ষেত্রে প্রতিকার চাওয়া যায়, তা তাঁদের শেখানো। এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার এমবিবি বিশ্ববিদ্যালয় পরিসরে “ভোক্তাদের অধিকার সম্বন্ধে সচেতনতা” বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। 

এদিন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, গ্রাহক কিভাবে সঠিক জিনিসটি আদায়ে আইনি পরিষেবা পাবে সে বিষয়েও গ্রাহক এই সচেতনতামূলক অনুষ্ঠান থেকে জানতে পারবেন। সাধারণ মানুষ নিজের কষ্টের উপার্জিত অর্থে বাজার থেকে জিনিস কিনে যাতে কোনও ক্ষতির সম্মুখীন না হন সেইদিকে লক্ষ্য রেখেই সরকার ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির পদক্ষেপ নিয়েছে।

রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করা হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ক বার্তা ছড়িয়ে দেওয়া হবে। খাদ্যমন্ত্রী আরও বলেন, ভোক্তা অধিকার বিষয়ক আইনি পরিষেবার বিষয়ে এখনও সাধারণ মানুষ বিশেষভাবে জানে না।

এদিন অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর সত্যদেও পোদ্দার। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সুমন্ত চক্রবর্তী। মূলত ভোক্তাদের সচেতন করার বিষয়ে আলোচনা হয় এদিনের আলোচনায়।

 

 

 

Exit mobile version