জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ বছর ধরে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে নিয়োগ হচ্ছে না ফিজিওথেরাপিস্ট। তাই পদ সৃষ্টি করে নিয়োগের দাবিতে বেকার ফিজিওথেরাপিস্টদের ডেপুটেশন। সাত বছর অতিক্রান্ত হতে চললেও স্বাস্থ্য দপ্তরের অধীনে ফিজিওথেরাপিস্ট নিয়োগ নেই। অভিযোগ ২০১৭ সালের পর থেকে নিয়োগ হচ্ছে না।
ফলে হতাশ ফিজিওথেরাপিস্ট উত্তীর্ণ বেকাররা। রাজ্যে বর্তমানে প্রায় আট শতাধিক বেকার রয়েছেন। আগামী ছয় মাস পরে সেই সংখ্যা আরও বাড়বে। এই অবস্থায় বিভিন্ন হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছে অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপি ফোরাম।
২০২৩ সালেও তারা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলে ফাইল উপর মহলে পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও কোন হেলদোল নেই। স্বাভাবিকভাবেই হতাশ ফিজিওথেরাপিস্ট বেকাররা। মঙ্গলবার তারা গুর্খাবস্তী স্বাস্থ্য দপ্তরে অধিকর্তার সঙ্গে দেখা করেন। তাদের দাবি অতিসত্ত্বর ২১০ টি পদ সৃষ্টি করে নিয়োগ করার।