Site icon janatar kalam

বন্যায় নিহত যুবক ইন্দ্রজিৎ দের বাড়িতে গেলেন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মণ ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানীতে বন্যা কবলিত এলাকার মানুষকে বাঁচাতে গিয়ে মৃত্যু হওয়া যুবকের বাড়িতে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। মৃতের পরিজনদের জানালেন সমবেদনা। কয়েকদিনের বর্ষণে বেড়ে যায় রাজধানীর কাটাখালের জল। প্লাবিত হয়েছে ইন্দ্রনগরের বিভিন্ন এলাকা।

জল চারিদিকে মানুষের আর্তনাদ। প্রশাসনের উদ্ধারকারি দল তখন এলাকায় পৌছায়নি। যে যার মতো করে বাড়ি ঘর ত্যাগ করে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে শুরু করে। ইন্দ্রনগর এলাকায় জলের গতিবেগ এতটাই বেশি ছিল যে ঘর থেকে বের হওয়া এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে। বাঁচার জন্য মানুষ চিৎকার করছিলেন।

ঠিক তখন সাহসিকতার পরিচয় দিয়ে ইন্দ্রনগর এলাকার যুবক ইন্দ্রজিৎ দে জলে নেমে বাঁচাতে যায় এক মহিলা ও তাঁর সন্তানকে। তখনই জলে তলিয়ে যায় সাহসী যুবক। কিন্তু আর উঠে আসতে পারেনি। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে ইন্দ্রজিৎ-এর মৃতদেহ দেখতে পায় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়।

ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। শনিবার নিহত যুবক ইন্দ্রজিৎ-এর বাড়িতে যান এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মণ ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তারা নিহত ইন্দ্রজিৎ-এর বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সমবেদনা জানান। ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Exit mobile version