Site icon janatar kalam

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে ফিরবেন শামি

জনতার কলম ওয়েবডেস্ক :- গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন মোহাম্মদ শামি। তবে গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠতে যথেষ্ট অগ্রগতি দেখিয়েছেন এই পেসার।

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু ১৯ সেপ্টেম্বর। ওই ম্যাচ দিয়েই দীর্ঘ ১০ মাস পর আবার খেলতে দেখা যেতে পারে ৩৩ বছর বয়সী ফাস্ট বোলারকে।

বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিহ্যাবের শেষ পর্যায়ে রয়েছেন শামি। অস্ত্রোপচারের পর গত মাস থেকে প্রথম বোলিং শুরু করেছেন ডানহাতি এই পেসার।

শামিকে নিয়ে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘কমবেশি আমরা জানি দলে এই মুহূর্তে কিছু ইনজুরি সমস্যা রয়েছে এবং আশা করি তারা ফিরে আসবে। শামি বোলিং শুরু করেছে, যা ভালো লক্ষ্মণ।

 

 

Exit mobile version