Site icon janatar kalam

ঘোষিত হল নয় রাজ্যের রাজ্যসভার ১২টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হল নয় রাজ্যের রাজ্যসভার ১২টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা সহ নয় রাজ্যের রাজ্যসভা আসনে ভোট গ্রহণ পর্ব । নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ১৪ আগস্ট।

আগামী ৩ সেপ্টেম্বর যে সমস্ত রাজ্যের রাজ্যসভার শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল ত্রিপুরা, অসম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যা। এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট। মনোনয়নপত্রগুলি স্কুটিনি করা হবে ২২ আগস্ট।

অসম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ আগস্ট। তেমনি, বিহার, উড়িষ্যা, তেলেঙ্গানা, রাজস্থান এবং হরিয়ানায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ আগস্ট।নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ওইদিন বিকাল ৫টা থেকে এবং ৬ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Exit mobile version