Site icon janatar kalam

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, সংসদে দেওয়া বক্তব্য নিয়ে এফআইআর নথিভুক্ত থানায় 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে মুম্বাইয়ের ভিপি রোড থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১ জুলাই সংসদে দেওয়া তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক আইনজীবী এই অভিযোগ করেছেন। অখন্ড হিন্দু রাষ্ট্র সমিতির আইনজীবী কুশান সোলাঙ্কির দেওয়া অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

রাহুল গান্ধী গত ১ জুলাই সংসদে তাঁর ভাষণে হিন্দুদের নিয়ে মন্তব্য করেছিলেন। এই বক্তব্য নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে। আসলে, রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে সংসদে তুমুল হট্টগোল হয়েছে। রাহুল গান্ধীর এই বক্তব্যের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

রাহুল গান্ধী হিন্দুদের সহিংসতার সাথে যুক্ত করে এমন কিছু মন্তব্য করেছিলেন যা সংসদে উত্তেজনা সৃষ্টি করেছিল। যদিও পরে রাহুল গান্ধীর বক্তব্য সংসদের কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়। রাহুলের বক্তব্য নিয়ে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আসন থেকে উঠে বলেন যে সমগ্র হিন্দু সমাজকে হিংসাত্মক বলা খুবই গুরুতর বিষয়।

Exit mobile version