janatar kalam Home রাজনৈতিক নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারির প্রতিবাদে সরব হলো বাম ছাত্র সংঘটন
রাজনৈতিক রাজ্য শিক্ষা

নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারির প্রতিবাদে সরব হলো বাম ছাত্র সংঘটন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নীট ও নেট দুর্নীতির প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী ছাত্র ধর্মঘটের সমর্থনে রাজ্যেও রাস্তায় নামলো ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার দুই সংগঠনের সদস্যরা মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে মিছিল বের করে। শহরের বিভিন্ন পথ ঘুরে অফিস লেন শিক্ষা ভবনের সামনে আসে।

সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকে।উপস্থিত ছিলেন ছাত্র নেতা সন্দীপন দেব, সুলেমান আলি, নেতাজী দেববর্মা সহ অন্যরা। কুশপুত্তলিকা পোড়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার।

স্কুল একত্রীকরণ , ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষক সংকট, পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব ও ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে শাসকদলের দুর্বৃত্তদের আক্রমণের বিরুদ্ধে তারা পথে নামে। এদিকে ছাত্রদের বিক্ষোভ চলাকালীন সেখানে শাসক দলের যুব সংগঠনের নেতা ভিকি প্রসাদ হুজ্জুতির চেষ্টা করে বলে অভিযোগ। তবে আন্দোলনরত ছাত্রদের প্রতিরোধে পালিয়ে যায় যুব নেতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Exit mobile version