জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, আজ ২১শে জুন, সুপার ৮-এর প্রথম ম্যাচটি হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৪০ রান করে এবং অস্ট্রেলিয়াকে ১৪১ রানের লক্ষ্য দেয়। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে আসা ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেড দারুণ শুরু এনে দেন। ৩১ রান করে আউট হন ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়া এই ম্যাচে ২৮ রানে জিতেছে।
৯ বল খেলে শূন্য রানে আউট হন তানজিদ হাসান। তাকে আউট করেন মিচেল স্টার্ক। ৮ ওভার পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫৭ রান। লিটন দাস ভালো ব্যাটিং করলেও ১৬ রান করে আউট হন। লিটন দাসকে বোল্ড করেন অ্যাডাম জাম্পা।
একইসঙ্গে চার নম্বরে ব্যাট করতে আসা রিশাদ হাউসেন ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ম্যাক্সওয়েলের ওভারে নিজের উইকেট তুলে দেন রশিদ। রিশাদের বলে দুর্দান্ত ক্যাচ নেন জাম্পা। ভালো ব্যাটিং করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ৪১ রানে উইকেট ছেড়ে দেন। ৩৬ বলে ৪১ রান করে আউট হন তিনি। তাকে এলবিডব্লিউ করেন অ্যাডাম জাম্পা। ম্যাচে ফ্লপ হলেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। মার্কাস স্টয়নিসের ওভারে নিজের উইকেট তুলে দেন তিনি।
দারুণ ফর্মে আছেন তৌহিদ হৃদয়। মার্কাস স্টয়নিসের ১৭তম ওভারে তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা মেরে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখার চেষ্টা করেন তিনি। ২ ছক্কা ও ২ চারের সাহায্যে ৪০ রান করেন হৃদয়। প্যাট কামিন্স ২০তম ওভারের প্রথম বলেই হৃদয়কে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এর আগে তিনি ১৮তম ওভারে মাহমুদউল্লাহ ও মাহেদী হাসানকে আউট করে টানা ২ উইকেট নিয়েছিলেন।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ দল ২০ ওভারে ১৪০ রান তুলতে সক্ষম হয়। এখন অস্ট্রেলিয়াকে জিততে হলে ২০ওভারে ১৪১ রান করতে হবে।
৬ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৫৯ রান। ডেভিড ওয়ার্নার এবং ট্র্যাভিস হেডকে ভালো ফর্মে দেখা যাচ্ছে। ৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৫৯ রান। এখন পর্যন্ত একটিও উইকেট হারায়নি দলটি। এই জুটি ভাঙতে চোখ রাখছে বাংলাদেশ। ৬.২ ওভারের পর হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং ম্যাচ বন্ধ হয়ে যায়। তবে বৃষ্টি শেষ হয়ে আবার শুরু হয়েছে ম্যাচ।
বৃষ্টি শেষ হলে একটানা অস্ট্রেলিয়ার উইকেট পড়ে যায়। প্রথম ট্র্যাভিস হেড তার উইকেট হারিয়েছেন। তিন নম্বরে আসা মিচেল মার্শও আউট হন সস্তায়। হেড ৩১ রান করলেও মার্শ করেন ১ রান।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ২৮ রানে। ডেভিড ওয়ার্নার ৫৩ রান করার পর অপরাজিত থাকেন এবং গ্লেন ম্যাক্সওয়েল ৬ বলে ১৪ রান করার পর অপরাজিত থাকেন। সেমিফাইনালে উঠতে অস্ট্রেলিয়াকে আরও একটি ম্যাচ জিততে হবে। এছাড়া তাদের নেট রান রেটও শীর্ষ দলগুলোর চেয়ে ভালো রাখতে হবে।