Site icon janatar kalam

গায়ে গরম জল পড়ে আহত শিশু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গায়ে গরম জল পড়ে আহত আড়াই বছরের এক শিশু। চুলায় ভাতের হাড়ি বসিয়ে মা কোরআন শরীফ পড়ছিল। এই সময়ে আড়াই বছরের শিশুটি গরম হাড়িতে ধরে টান দিয়েছিল। ফলে শিশুটির গায়ে গরম জল পড়ে ঝলসে যায়।

সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয় সোনামোরা আড়ালিয়া হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে আইজিএম হাসপাতালে রেফার করে। আইজিএম হাসপাতালে অবস্থা ব্যাগতিক দেখে রাতেই তাকে জিবিতে রেফার করে। তবে চিকিৎসকরা জানিয়েছে শিশুটি বর্তমানে বিপদ মুক্ত।

Exit mobile version