Site icon janatar kalam

এক জাতি, এক নির্বাচন’ আমাদের সংবিধানের চেতনার পরিপন্থী, এটা গণতন্ত্র বিরোধী : সীতারাম 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ সভা প্রসঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা সীতারাম ইয়েচুরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , “আমরা এই কমিটির শর্তাবলীর সাথে সম্পূর্ণ একমত নই কারণ এটি অনুমান করেছিল যে ‘এক জাতি, এক নির্বাচন’ সম্ভব এবং কীভাবে বাস্তবায়ন করা যায় এটা।

‘এক জাতি, এক নির্বাচন’ আমাদের সংবিধানের চেতনার পরিপন্থী, এটা গণতন্ত্র বিরোধী এবং ফেডারেলিজম বিরোধী। যখন একটি সরকার সংসদের মেঝেতে সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন এর ধারাবাহিকতা সম্পূর্ণ অগণতান্ত্রিক।

Exit mobile version