জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি অঙ্গনারী সেন্টার ও হেলথ সেন্টারে হামলা করেছে দুষ্কৃতিকারীরা ।বিশালগড় এলাকায় ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে দুষ্কৃতিকারীদের হামলা হজ্জতি । আতঙ্কিত সাধারণ মানুষ ।ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার রাতে ২ নং তেবাড়িয়া সরকারি অঙ্গনারী সেন্টার সহ রঘুনাথপুর হেলথ সেন্টারে দুষ্কৃতিকারীরা হামলার চালায়, সরকারি অঙ্গনারী সেন্টার সহ হেলথ সেন্টারে থাকা বাউন্ডারি সহ গেইট ভেঙ্গে চুরমার করে দেওয়া দেয়।