জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কেন্দ্র ও রাজ্য সরকারের সুবিধা গুলি সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রা সূচনা করেছেন প্রধানমন্ত্রী । ১৫ নভেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি দেশব্যাপী চলবে । প্রধানমন্ত্রীর এই কর্মসূচি উপলক্ষে রাজ্যেও প্রতি ঘরে সুশাসন কর্মসূচি টু পয়েন্ট জিরো’র সূচনা হয়েছে।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই প্রকল্পের সূচনা করেছেন। সোমবার আগরতলা পৌর নিগমের শ্যামলী বাজার স্থিত দক্ষিণ জনের কার্যালয়ে এই উপলক্ষে এক কর্মসূচির আয়োজন করা হয় ।এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এএমসির দক্ষিণ জোনের চেয়ারম্যান সহ সমস্ত কর্পোরেটরগণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সুবিধা গুলি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের সাথে সামাজিক সংস্থা গুলিকেও এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।