Site icon janatar kalam

তেজসে সফলভাবে উড়ান সম্পন্ন করলাম,গর্ববোধ করছি : মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- তেজস ফাইটারে সওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধবিমানে চেপে আকাশ সফর করলেন তিনি। শনিবার সকালে বেঙ্গালুরুর হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের দফতরে পৌঁছন তিনি। বেঙ্গালুরুতে কীভাবে চলছে তেজসের নির্মাণকাজ চলছে তা খতিয়ে দেখতে গিয়েছেন নমো। সেখানেই তেজসে সওয়ার হয়ে প্রায় ৪৫ মিনিটের উড়ানে শামিল হন প্রধানমন্ত্রী।

 

উড়ানের পর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী লেখেন, ”তেজসে সফলভাবে উড়ান সম্পন্ন করলাম। অবিশ্বাস্য অভিজ্ঞতা। উল্লেখযোগ্যভাবে আমাদের দেশের ক্ষমতার প্রতি আমার আস্থা আরও বেড়ে গেল। আমাদের দেশের সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ববোধ করছি।”

 

আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমান হাতে পাবে ভারতীয় বায়ুসেনা। ভারতে তৈরি এই যুদ্ধবিমান একাধিক অস্ত্র নিক্ষেপে সক্ষম। দৃশ্যমানতা ছাড়িয়েও নির্ভুল ভাবে মিসাইল নিক্ষেপ করার ক্ষমতা রয়েছে তেজসের। এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী দিনে ভারতীয় বায়ুসেনার অন্যতম নির্ভরশীল অস্ত্র হয়ে উঠবে ভারতে তৈরি যুদ্ধবিমান তেজস। প্রথমে হ্যালকে ৪০টি তেজসের বরাত দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। পরে ৮৩টি তেজস কেনার জন্য বরাত দেওয়া হয়।

Exit mobile version