জনতার কলম ওয়েবডেস্ক :- বর্তমান সময়ে ক্ষমতার মসনদে বসার লক্ষে চলছে বিভিন্ন ধর্ম জাত পাত নিয়ে লড়াই। এমনকি ভোট রাজনীতিতে জেতার লক্ষে সনাতনী হিন্দু ধর্ম নির্মূলের কথা বললেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্টালিন।উনার এই বক্তব্যের প্রসঙ্গে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, “স্টালিনের ছেলে, উদয়নিধি স্ট্যালিন বলেছেন যে ‘সনাতন ধর্ম’ বিলুপ্ত করা উচিত। তিনি বলেছেন যে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো ‘সনাতন ধর্ম’ বিলুপ্ত করা উচিত… তাদের কোনো দ্বিধা নেই এই ধরনের বিবৃতি দেওয়ার সময় । প্রশ্ন হচ্ছে উদয়নিধির বক্তব্য কি ভারতের জোটের রাজনৈতিক কৌশলের একটি অংশ ? আপনি কি আগামী নির্বাচনে এই হিন্দুবিরোধী কৌশল ব্যবহার করতে যাচ্ছেন ? ইন্ডিয়া জোটেরবা নেতার হিন্দু বিরোধী মন্তব্য আসন্ন লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।