জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পৌর নিগমের ৮ নং ওয়ার্ড অফিসে শনিবার আধার সেবা কেন্দ্রের উদ্বোধন করেন আগরতলার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এ প্রসঙ্গে আগরতলা পুর নিগমের মেয়র জানান এর ফলে আঁধার সংক্রান্ত বিভিন্ন কাজ করতে অনেক সুবিধা হবে এলাকার লোকদের। পাশাপাশি প্রত্যেকটি জোনাল অফিসে জনসাধারনের সুবিধার জন্য এই ধরনের আঁধার সেবা কেন্দ্র করার জন্যও এদিন তিনি কর্তিপক্ষের কাছে দাবি করেন। এই দিকটি ভেবে দেখা হবেও এদিন কর্তিপক্ষের কাছ থেকে জানানো হয়। এদিন তিনি আশা প্রকাশ করেন আগরতলা পুর নাগরিকদের সব ধরনের পরিষেবা প্রদান করার জন্য আগরতলা পুর নিগম কাজ করে যাচ্ছে। পরিষেবা যাতে আরও সহজে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া যায় এরই লক্ষ্যে এই কেন্দ্রের উদ্বোধন করা হয় বলে জানান তিনি। এই দিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের জোনাল চেয়ারম্যান কর্পোরেটর প্রদীপ চন্দ, কর্পোরেটর শম্পা সেন সরকার, পৌর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব প্রমুখ।