জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসছে বছর আবার হবে, এই প্রত্যাশা নিয়ে শেষ হলো এবারের শারদীয়া দুর্গোৎসব।গতকাল দশমী পুজোর শেষ হতেই দিকে দিকে শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জনের কাজ। যদিও এখনও পর্যন্ত আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দর্শনার্থীদের জন্য পূজো মণ্ডপে রয়েছে প্রতিমা। আগামীকাল বৃহস্পতিবার অবশিষ্ট প্রতিমা গুলি নিরঞ্জনের কাজ সম্পন্ন করা হবে। এর জন্য রাজধানী আগরতলায় এবারও অনুষ্ঠিত হবে কার্নিভাল। প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শেষ হবার পর দিকে দিকে শুরু হয়ে যাবে বিজয়া সম্মিলনী। মূলত শুভেচ্ছা ও কুশল বিনিময়ের লক্ষ্যেই এধরনের বিজয়া সম্মেলনীর আয়োজন। বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠন বিজয়া সম্মেলনী উপলক্ষে আয়োজন করে থাকে নানা অনুষ্ঠানের। এবারও যে তার ব্যতিক্রম হবে না, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে শারদীয়া উৎসবের রেশ কেটে না উঠতেই, সম্ভাব্য প্রথম বিজয়া সম্মেলনীর আয়োজন করল এবার বিজেপি বনমালীপুর মন্ডল। বুধবার মণ্ডল কার্যালয়ে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনীর। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ডল সভাপতি চন্দ্রশেখর কর, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সংগঠন মন্ত্রিসহ প্রচুর সংখ্যক দলীয় কার্যকর্তা। উপস্থিত নেতৃত্ব এদিনের এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত কার্যকর্তাদের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন।