Site icon janatar kalam

৯ দফা দাবিতে সরব সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি নিরূপণ ,ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য মরশুমি বীজ ধান এবং সবজি চাষের জন্য আর্থিক সাহায্য প্রদান, বীজ, প্রয়োজনীয় সার, কিটনাশক সহ কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে প্রদান, কৃষকদের বিনামূল্যে জল সেচের ব্যবস্থা, সমস্ত কৃষকদেরকে কৃষক সম্মাননিধি ভাতা প্রদান, ডুকলি কৃষি মহকুমা এলাকায় সমস্ত এল আই. স্কিম এবং ডি টি ডাব্লু স্কিম গুলিকে সেচের উপযুক্ত করে চালু রাখা, সরকারী আর্থিক অনুদান প্রাপ্ত চাষীদের নামের তালিকা প্রকাশ করা,

রাজ্যে ৬০ উর্দ্ধ কৃষক ও কৃষি শ্রমিকদের ভাতা প্রদান করাসহ ৯ দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির যৌথ উদ্যোগে ডুকলি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকের নিকট গনডেপুটেশনে দেন।

এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের নেতৃত্বরা জানান কিছুদিন আগে অতি বন্যার ফলে রাজ্যের অন্যান্য জায়গার কৃষকদের ক্ষতির ন্যায় ডুকলি কৃষি মহকুমা এলাকাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে , এমতাবস্থায় কৃষকদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। কেননা কৃষকরা এমনিতেই উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না এর মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তাদের অবস্থা নাজেহাল। তাছাড়া সরকার যদি এই মুহূর্তে কৃষকদের পাশে না দাঁড়ায় তাহলে কৃষকরা কৃষি কাজে অনীহা দেখাবে যার ফলে রাজ্যের মানুষের মারাত্মক ক্ষতি হবে বলে জানান।

Exit mobile version