Site icon janatar kalam

৮ লক্ষ টাকার ব্রাউন সুগারসহ পুলিশের জালে আটক রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস সহ এক ব্যক্তি পুলিসের জালে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে সোপর্দ করে পুলিস। মামলা নিয়ে ঘটনার তদন্তে পুলিস।গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানা ও রামনগর ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালায় বড়জলা টিআরটিসি এলাকায়। সেখান থেকে বিপুল পরিমাণ ব্রাউনসুগার সহ এক ব্যক্তিকে আটক করে পুলিস।

বুধবার সন্ধ্যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বড়জলা টিআরটিসি-র সামনে ব্রাউন সুগার বিক্রি হতে পারে।সেই সংবাদের উপর ভিত্তি করে পশ্চিম আগরতলা থানা ও রামনগর ফাঁড়ির পুলিশ বড়জলা টিআরটিসি-র সামনে উত পেতে বসে।

তখনই ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা। ধৃতের নাম রাজীব দত্ত। বাড়ি কমলাসাগর নতুন কলোনি এলাকায়।

 

 

Exit mobile version