Site icon janatar kalam

৮৬তম নুপি লাল দিবসে ইম্ফলে পুষ্পার্পণ রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর

জনতার কলম ওয়েবডেস্ক :-রাষ্ট্রীয় পত্নী দ্রৌপদী মুর্মু আজ, শুক্রবার ইম্ফলে নুপি লাল স্মারক প্রাঙ্গণে ৮৬তম নুপি লাল দিবস উপলক্ষে পুষ্পার্পণ করেন। ব্রিটিশ শাসনের নীতির বিরুদ্ধে মণিপুরের নারীদের নেতৃত্বে সংগঠিত দু’টি ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিতে এই দিন পালন করা হয়।

রাষ্ট্রপতি মুর্মু নুপি লাল স্মারকে শ্রদ্ধা জানিয়ে মণিপুরের সাহসী নারীযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, যাদের অদম্য সাহস আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে। তাঁর সঙ্গে উপস্থিত রাজ্যপাল অজয় কুমার ভল্লাও স্মারকে পুষ্পার্পণ করেন। এরপর তাঁরা স্মারক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত প্যালেস কমপাউন্ডের শ্রী গোবিন্দজি মন্দিরেও প্রার্থনা করেন।

এক বিবৃতিতে রাজ্যপাল অজয় কুমার ভল্লা বলেন, নুপি লাল দিবস বা ‘নুপিলন নুমিত’ মণিপুরের নারীদের অসামান্য সাহস, সংগ্রামশক্তি ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। ১৯০৪ ও ১৯৩৯ সালের নুপি লাল আন্দোলন ইতিহাসের সোনালি অধ্যায়, যেখানে মণিপুরের নারীরা অবিচার ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠে প্রতিবাদ তুলেছিলেন।

তিনি আরও বলেন, নুপি লাল কেবল একটি আন্দোলন নয়; এটি নারীদের নেতৃত্ব, সামাজিক চেতনা এবং অদম্য মনোবলের একটি ঐতিহাসিক দলিল। মণিপুরের সাহসী মায়েরা যন্ত্রণা থেকে শক্তি অর্জন করেছিলেন, যার ধারাবাহিকতা আজও সমাজকে অনুপ্রাণিত করে। সমাজের অগ্রগতি নারীদের সম্মান এবং ক্ষমতায়নের মধ্যেই নিহিত—এ কথা নুপি লালের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়।

তিনি মণিপুরের জনগণকে নুপি লালের গৌরবময় ঐতিহ্য বজায় রাখার এবং শান্তিপূর্ণ, সম্প্রীতিময় সমাজ গঠনের আহ্বান জানান। রাজ্যপাল বলেন, “আমাদের সাহসী মায়েদের চেতনা আমাদের সমৃদ্ধি, ঐক্য ও অগ্রগতির পথে পরিচালিত করুক।”

রাষ্ট্রপতি মুর্মু বৃহস্পতিবার সিটি কনভেনশন সেন্টারে মণিপুর সরকারের পক্ষ থেকে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, মণিপুরের মানুষ “দুঃখজনক সহিংসতার” অভিজ্ঞতা পেয়েছেন এবং কেন্দ্র সরকার তাদের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন।

Exit mobile version