Site icon janatar kalam

৮২ কিমি দীর্ঘ মকামা-মুংগের করিডোর নির্মাণে ৪৪৪৭ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যা বিহারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আওতায় বক্সার-ভাগলপুর উচ্চগতির করিডোরের মকামা-মুংগের অংশটি হাইব্রিড বার্ষিকি মোডে নির্মাণ করা হবে। এই সড়ক মকামা, বড়হিয়া, লখীসরায়, জামালপুর এবং মুংগেরকে ভাগলপুরের সঙ্গে সংযুক্ত করবে। ফলে, স্থানীয় জনগণ আরও দ্রুত ও নিরাপদে যাত্রার সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। মকামা-মুংগের সেকশনটি মোট ৮২.৪ কিলোমিটার দীর্ঘ হবে এবং এটি ৪-লেন গ্রীনফিল্ড অ্যাক্সেস কন্ট্রোলড সড়ক হিসেবে নির্মিত হবে। এই প্রকল্পে মোট প্রায় ৪,৪৪৭ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন সড়কটি গাড়ি গড়ে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি বজায় রেখে চলতে পারবে, যেখানে ডিজাইন স্পিড নির্ধারণ করা হয়েছে ১০০ কিমি/ঘন্টা। নতুন করিডোর চালু হলে যাত্রা সময় প্রায় সাড়ে এক ঘণ্টা কমে আসবে।

সরকারের বক্তব্য, এই প্রকল্পের ফলে শুধুমাত্র দ্রুত যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে না, বরং বৃহৎ পরিমাণে কর্মসংস্থানও সৃষ্টি হবে। প্রাক্কলিতভাবে প্রায় ১৪.৮৩ লক্ষ মানব-দিনের সরাসরি কর্মসংস্থান ও ১৮.৪৬ লক্ষ মানব-দিনের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। এই সড়ক প্রকল্পের মাধ্যমে বিহারের আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে এবং স্থানীয় জনজীবনে এক নতুন পরিবর্তনের সূচনা ঘটবে।

Exit mobile version