Site icon janatar kalam

৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ ।এদিন সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি তিনি । এরপর গান্ধী ঘাটে যান মন্ত্রী রতনলাল নাথ, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের নামে নির্মিত বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি । সেখান থেকে আবার অ্যালবার্ট এক্কা পার্কে যান মন্ত্রী, সেখানেও শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তারপর সংবাদ মাধ্যমকে মন্ত্রী রতন লাল নাথ জানান ,দেশের সৈনিকরা আমাদের গর্ব । তাদের জন্যেই আমরা শান্তির আবহে দিন কাটাতে পারছি।

Exit mobile version