Site icon janatar kalam

৭দফা দাবীকে সামনে রেখে দেশ ব্যাপি একদিনের ব্যাংক বনধের ডাক সারা ভারত গ্রামীণ ব্যাংক কর্মচারী সংঘের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭দফা দাবীকে সামনে রেখে শুক্রবার দেশ ব্যাপি একদিনের ব্যাংক বনধের ডাক দিয়েছে সারা ভারত গ্রামীণ ব্যাংক কর্মচারী সংঘ। এই বনধের সমর্থন জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মচারী সংগঠন। এদিন তারা রাজধানী আগরতলার অভয়নগর এলাকার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সেই সঙ্গে রাজ্যের অন্যান্য জায়গায় গ্রামীণ ব্যাংকের যে সকল শাখা রয়েছে, সেগুলিতেও বনধের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হয়।

তাদের দাবী গুলির মধ্যে উল্লেখ যোগ্য কিছু হল, গ্রামীণ ব্যাংক গুলিকে বেসরকারি করার পরিকল্পনা চলছে, দেশের গ্রামীণ ও সাধারণ মানুষের স্বার্থে বেসরকারী করা চলবে না। দীর্ঘ বছর ধরে গ্রামীণ ব্যাংক গুলিতে প্রচুর সংখ্যক পদ ফাঁকা পড়ে রয়েছে। দ্রুত এই পদগুলিতে লোক নিয়োগ করতে হবে। গ্রামীণ ব্যাংকে বহু কর্মচারী দীর্ঘ বছর ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন, তাদের স্থায়ী করতে হবে। অন্যান্য রাষ্ট্রাত্ব ব্যাংক গুলিতে যেখানে কর্মচারীদের দুই থেকে তিন বছরের মধ্যে পদোন্নতি হয়, সেক্ষেত্রে একই যোগ্যতা ও কর্ম দক্ষতা থাকার পরও গ্রামীণ ব্যাংক গুলিতে পদোন্নতির জন্য ৬থেকে ৭ বছর লেগে যায়। তাই গ্রামীণ ব্যাংক কর্মচারীদের দ্রুত পদোন্নতি দিতে হবে। এই দাবীগুলিকে সামনে রেখে আগামী ২৭ এবং ২৮মার্চ টানা দুই দিন ব্যাংক বনধ কর্মসূচী পালন করা হবে।

 

 

 

Exit mobile version