Site icon janatar kalam

৬৫ লাখ থেকে ১.৫ কোটি কোম্পানি, জিএসটি ব্যবস্থায় বিপুল বৃদ্ধির তথ্য প্রকাশ অর্থমন্ত্রীর

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ চেন্নাইয়ে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যৌথ সম্মেলনে বক্তব্য রাখার সময় জানান, দীপাবলি, দুর্গাপূজা, নবরাত্রি সহ বিভিন্ন উৎসব মরসুমের আগে ব্যবসা ও ভোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে ‘GST 2.0’ কার্যকর করা হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে প্রায় ৯৯ শতাংশ পণ্যের ওপর থেকে জিএসটি হার কমিয়ে ১২ শতাংশ থেকে মাত্র ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, আগে যেখানে ২৮ শতাংশ কর ধার্য ছিল, তা নতুন নিয়মে ১৮ শতাংশে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, আট বছর আগে জিএসটি চালু করার সময় মাত্র ৬৫ লাখ কোম্পানি কর পরিশোধ করত, আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১.৫ কোটি কোম্পানি।

শ্রীমতী সীতারামন বলেন, এই সহজীকরণ ব্যবসা সংস্থাসহ সকল স্টেকহোল্ডার দ্বারা ইতিবাচকভাবে স্বাগত জানানো হয়েছে। এছাড়া, একদেশ-এককর নীতির আওতায় পুরো দেশের কর ব্যবস্থা আরো স্বচ্ছ ও কার্যকর হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, মোট কর সংগ্রহ (Gross Receipts) পূর্বে ৭.১৮ লক্ষ কোটি টাকা ছিল, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ২২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় বিভিন্ন স্টেকহোল্ডার ও মন্ত্রিসভা গোষ্ঠীর সাথে আলোচনা করে বিশেষ প্যাকেজ প্রস্তুত করেছে। এরপর তা জিএসটি কাউন্সিলের সামনে উপস্থাপন করে ‘নেক্সট-জেন জিএসটি’ চালু করা হয়েছে।

Exit mobile version