Site icon janatar kalam

৬৫ লক্ষ মানুষের ভোট কাটার ব্যাপারে বিজেপির কোনও আপত্তি নেই, কারা উপকৃত হয়েছে তা স্পষ্ট: খাড়গে

জনতার কলম ওয়েবডেস্ক :- স্বাধীনতা দিবস উপলক্ষে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি যেকোনো মাত্রায় অনৈতিক পদক্ষেপ নিতে পারে। খাড়গে দাবি করেছেন যে দেশজুড়ে ব্যাপক নির্বাচন-সম্পর্কিত অনিয়মের মুখোমুখি হচ্ছে। তিনি বিহারে ভোটার তালিকার বিশেষ গভীর পর্যালোচনার SIR প্রক্রিয়ার উদাহরণ দিয়েছেন, যেখানে বিরোধীদের ভোট প্রকাশ্যে কাটা হচ্ছে এবং যারা বেঁচে আছেন তাদের চুপ করা হচ্ছে। 

খাড়গে বলেন, সবচেয়ে অবাক করার বিষয় হলো, ৬৫ লক্ষ মানুষের ভোট কাটার ব্যাপারে বিজেপির কোনও আপত্তি নেই। এই প্রক্রিয়া থেকে কারা উপকৃত হয়েছে তা স্পষ্ট। তিনি বলেন, এটি কেবল নির্বাচন জেতার লড়াই নয়, বরং ভারতের গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই। তিনি নির্বাচন কমিশনের ন্যায্যতা নিয়েও প্রশ্ন তোলেন, বলেন, কমিশন কার ভোট গণনা করা হচ্ছে এবং কী ভিত্তিতে তা বলতে প্রস্তুত নয়।

কংগ্রেস সভাপতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের মতো তদন্ত সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগও তোলেন। তিনি বলেন, এই সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে এতটাই প্রকাশ্যে ব্যবহার করা হয়েছে যে দেশের সুপ্রিম কোর্টকেও তাদের দিকে তাকাতে হচ্ছে। খাড়গে বলেন, শাসক দলের মনোভাব গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি।

Exit mobile version