জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গুরু এবং শিষ্য সম্পর্কটা স্নেহ ভালোবাসা ও ত্যাগের । গুরু তার সর্বোচ্চ ত্যাগ দিয়েই স্নেহ ও ভালোবাসার মধ্য দিয়ে একজন শিষ্যকে তৈরি করেন । গুরু শিষ্য সম্পর্কটা ভারতবর্ষে যুগ যুগ ধরেই চলে আসছে । এই সম্পর্ক আমাদের ঐতিহ্য ও পরম্পরাকে বহন করে চলেছে । বৈদেশিক শব্দ টিচার আর স্টুডেন্টকে যদি আমরা এক করে দেখি তাহলে গুরু এবং শিষ্যের মত হয় না । তার জন্য ভারতীয় সংস্কৃতিতে শিক্ষককে গুরু হিসেবেই শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার৬২ তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন বিধায়ক কিশোর বর্মন ।