Site icon janatar kalam

৫ দফা দাবিতে রাজধানীতে মিছিল-সভা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫ দফা দাবিতে রাজধানীতে মিছিল-সভা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির। শুক্রবার সংগঠনের পশ্চিম জেলা কমিটির তরফে হয় কর্মসূচী। এদিন মেলারমাঠ থেকে বের হয় মিছিল। স্লোগানে স্লোগানে মুখরিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শহর ঘুরে মিছিল প্যারাডাইস চৌমুহনীতে সভায় মিলিত হয়।

নেতৃত্বে ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক, বিপদ বন্ধু ঋষিদাস সহ অন্যরা। এদিন মিছিল-সভা থেকে তারা দাবি জানায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করার, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারি-আধাসরকারি সমস্ত দপ্তরের শুন্যপদ পূরণ, রেগা টুয়েপের কাজের দিন ও মজুরি বৃদ্ধি, মৎস্যজীবী, চর্মশিল্পীদের পেশাভিত্তিক প্রকল্প চালু, হরিজন বস্তী উন্নয়ন এবং সাফাই কর্মীদের নিয়মিত করণের দাবি জানায় তারা।

সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক এদিন অভিযোগ করেন বিজেপি অগণতান্ত্রিক পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যতকে নিয়ে যে ভাবে ছিনিমিনি খেলছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে। এসবের তদন্ত করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি। পাশাপাশি আরও অভিযোগ করেন ত্রিপুরায় সরকারি চাকরির ইন্টার্ভিউ নিয়ে তা বাতিল করে দেওয়া হচ্ছে।

Exit mobile version