জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের হঠাৎ আরোপিত ৫০ শতাংশ শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্যে চাপ তৈরি হলেও, ভারত-ইসরায়েল সম্পর্ক তাতে প্রভাবিত হবে না বলে আশ্বস্ত করলেন ইসরায়েলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রেউভেন আজার। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“আমি বিশ্বাস করি এই সমস্যা সাময়িক ও সমাধানযোগ্য। এটি ভারত-ইসরায়েল সম্পর্ককে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। দুই দেশই পারস্পরিক সহযোগিতায় অটল।”
মার্কিন শুল্কের প্রভাব!
গত ২৭ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানির ওপর দ্বিগুণ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর ফলে পোশাক, গয়না, আসবাবপত্র, চামড়াজাত পণ্য ও সামুদ্রিক খাদ্যসহ শ্রমনির্ভর শিল্পে বড় ধাক্কা লাগতে পারে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এর প্রভাবে বিপুল অর্ডার বাতিল হবে, রপ্তানি হ্রাস পাবে এবং বহু শ্রমিক কর্মসংস্থান হারাতে পারেন।
ভারত সরকারের প্রতিক্রিয়া!
ভারত সরকার জানিয়েছে, তারা বিকল্প বাজার খোঁজা, নতুন বাণিজ্যচুক্তি এবং রপ্তানি সহায়তার মাধ্যমে এই সঙ্কট মোকাবিলা করবে। পাশাপাশি, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
কৌশলগত সম্পর্ক অটুট!
রেউভেন আজার আরও বলেন, “ভারত-ইসরায়েল সম্পর্ক কেবল অর্থনৈতিক নয়, প্রতিরক্ষা, প্রযুক্তি ও কৃষিক্ষেত্রেও আমাদের গভীর সহযোগিতা রয়েছে। এসব সম্পর্কে কোনো অস্থায়ী বাণিজ্য সংকট প্রভাব ফেলতে পারবে না।”
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে,মার্কিন শুল্ক ভারতের অর্থনীতিতে চাপ বাড়ালেও, আন্তর্জাতিক কৌশলগত অংশীদার হিসেবে ইসরায়েল ভারতের পাশে রয়েছে—এটাই স্পষ্ট করে দিলেন ইসরায়েলি কূটনীতিক।