জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন বাজারের পর এবার রেশন শপে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর। মঙ্গলবার রাজধানীর দুর্গা চৌমুহনী বাজার সংলগ্ন প্রগতি রোডে ৬১ নং রেশন শপে পেঁয়াজ বিক্রির সূচনা করেছে ডিলার উত্তম ঘোষ। এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৭ টাকা ধরে। এদিন পেয়াজ বিক্রি সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী, মহকুমা শাসক অরূপ দেব, ও ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী জানান এ ধরনের কাউন্টার আরো বেশ কয়েকটি খোলা হবে। জিরানিয়া মহকুমার রানির বাজারেও কাউন্টার খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের কাউন্টার খোলার মূল উদ্দেশ্য হলো পেঁয়াজের দামটা যাতে খাদ্য দপ্তরের নিয়ন্ত্রণাধীন থাকে। যার ফলে খুশি ক্রেতা সাধারনও।