Site icon janatar kalam

৩৭০ ধারা নিয়ে এখন অপ্রয়োজনীয়ভাবে দেয়ালে মাথা ঠেকানোর কোন মানে নেই : করণ সিং

জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা অপসারণকে সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে বৈধ করার বিষয়ে, কংগ্রেসের সিনিয়র নেতা এবং মহারাজা হরি সিংয়ের ছেলে করণ সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “জম্মু ও কাশ্মীরের একটি অংশ যারা এই রায়ে খুশি হবে না, আমার আন্তরিক পরামর্শ হল তাদের উচিত অনিবার্য মেনে নিন এবং তাদের এই সত্যটি মেনে নেওয়া উচিত যে এখন এটি করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট এই পদক্ষেপকে বহাল রেখেছে এবং তাই এখন অপ্রয়োজনীয়ভাবে দেয়ালে মাথা ঠেকানোর কোন মানে নেই। পরের নির্বাচনে সেখানেই জনগণকে এখন কোনো নেতিবাচকতা তৈরি না করে উদ্বুদ্ধ করা উচিত।

 

 

Exit mobile version